Ekta Gaan Gao Lyrics & Tabs by Aurthohin

Ekta Gaan Gao

guitar chords lyrics

Aurthohin

Album : DhrubokPlayStop

আমাকে একটা গান দাও
যে গানে থাকবে তুমি একা
প্রকৃতির মাঝে বসে বসে তোমার সব ভাবনা

আমি আসব গানের দ্বিতীয় প্যারাতে
নদীর ধার দিয়ে
পাগলা হাওয়া আছড়ে পড়বে তোমার চুলে
মুচকি হেসে আলতো ভাবে
একটা গান দাও শুধু তোমার আমার
যা চলবে সারা জীবন
একটা গান দাও
যেথা পিয়ানো গিটার বাজবে
শুধু সেই গানের তালে
আমাকে একটা গান দাও
যে গানে থাকবে তুমি
সুরটা হবে নদীর মত

আমাকে একটা গান দাও
যে গানে থাকবে তুমি
সুরটা হবে নদীর মত
আঁকাবাকা আর নীল
আমি আসব গানের দ্বিতীয় প্যারাতে
নদীর ধার দিয়ে
জোসনার আলো পড়বে তোমার চোখে
যেথা যাব আমি হারিয়ে
একটা গান দাও শুধু তোমার আমার
যা চলবে সারা জীবন
একটা গান দাও
যেথা পিয়ানো গিটার বাজবে
শুধু সেই গানের তালে
একটা গান দাও শুধু তোমার আমার
যা চলবে সারা জীবন
একটা গান দাও
যেথা পিয়ানো গিটার বাজবে
শুধু সেই গানের তালে
একটা গান দাও শুধু তোমার আমার
যা চলবে সারাটি জীবন
একটা গান দাও
যেথা পিয়ানো গিটার বাজবে
শুধু সেই গানের তালে
একটা গান দাও শুধু তোমার আমার
যা চলবে সারাটি জীবন
একটা গান দাও
যেথা পিয়ানো গিটার বাজবে
শুধু সেই গানের তালে

Like us on Facebook.....
-> Loading Time :0.0076 sec