Baula Batash-2 Lyrics & Tabs by JOler gaan

Baula Batash-2

guitar chords lyrics

JOler gaan

Album : Patalpurer Gaan folk PlayStop

বাউলা বাতাস আউলা চুলে
লাগায় দোলা লাগায় দোলা
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই।

নীল নীল প্রজাপতি ওড়ে
ওড়ে ওড়ে ওড়ে ওড়ে হে...
ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ ভাসে
হাসে ভাসে হাসে ভাসে হে...
আকাশের পাখি ডাকে আমায় আয়রে আয়
বাতাসে ভর দিয়ে চল্
শূণ্যে বুক ভাসাই।
সবুজ ঘাসফড়িং নাচে
তাথৈ তাথৈ তা-ধিন্ তা-ধিন্
বৃষ্টির সুরে নূপুর বাজে
রিমঝিম রিম ঝিম রিমঝিম।
রাতটিপ চাঁদ ডাকে আমায় আয়রে আয়

বৃষ্টির সুরে নূপুর বাজে
রিমঝিম রিম ঝিম রিমঝিম।
রাতটিপ চাঁদ ডাকে আমায় আয়রে আয়
উড়াল দে চুম্ খাই তোর সাদা কপালে।
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই।

Like us on Facebook.....
-> Loading Time :0.0086 sec