Ahoban Lyrics & Tabs by Shohortoli

Ahoban

guitar chords lyrics

Shohortoli

Album : Opor Prishtha DroshtobboPlayStop

অন্তরালে আবছায়ায় আঁকো
স্বপ্নজালে অবচেতনে জাগো;
"অথবা", "হয়তো", "যদি"র বিভ্রমে

কলমের মায়ায় মাতো।
রেখে থাকো কোনোদিন, কোন ঠুনকো বোধ;
ডুকরে মরে একলা ক্রোধ।
সস্তা ক্ষোভের জানালায় অবহেলায়,
ঝুলে থাকে আজন্ম-শোধ।
এখনো ফিরে আসো, পারলে জেনে নাও
স্লোগানের ভাষায়, নিজেকে চেনাও।
চর্ম চোখে নয়, মনেরই চোখে দেখো;
তোমারি মতো কেউ, আলোড়িত আভায়।
লালসার প্রান্তের শেষ সীমায় বেঁধে বাসা,
পাথুরে অনুভূতির দু-নৌকায় পা রাখা।
ভ্রান্ত জমিদারি একাই আগলে রাখো,

লালসার প্রান্তের শেষ সীমায় বেঁধে বাসা,
পাথুরে অনুভূতির দু-নৌকায় পা রাখা।
ভ্রান্ত জমিদারি একাই আগলে রাখো,
জলসা ঘরের নষ্ট আত্মায় মাতো।
এখনো জেগে উঠো পারলে শুনে নাও
অসীম জনতার গান, দেখে নাও, শিখে নাও
ওদেরই ভাষায়, লেখা আহ্বান
তাদেরই ভীড়ে অচেনায়, মিশে যাও মিছিলের মেলায়।
মিছিলে মিলেছি
কেননা বুকের কলজের সাথে হাড় পাজরেরা
মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে
কেননা আমরা ফিরে পেতে চাই
আমাদের যত হৃত যৌবন
স্বপ্নকে নিয়ে চোলাই যন্ত্রে মাখতে বিলাসিতা
কেননা দেশের যত ঘরবাড়ি
মাঠ, ঘাট, পথ
ফিরে পেতে চাই তাদের জন্মদাতা
কালপুরুষের হাত থেকে তাই
জিজ্ঞাসা ছেড়ে এলে
প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষনার অক্ষরে
এদেশ আমার, এদেশ আমার আমাদের মাটি
এদেশ যেখানে যত কিছু খাটি
এদেশের কলকারখানা আর
আমাদের ভরা সোনার খামার
আমাদের ভাই আমাদের বোন
আমরাই যারা খাটি
আমাদের বুকে গড়েছি এবার
শেষ যুদ্ধের ঘাটি।
তাই
গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরী হও
কার ঘরে জ্বলেনি দীপ চির আঁধার তৈরী হও
কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরী হও
ঘরে ঘরে ডাক পাঠাই তৈরী হও জোটবাঁধো
মাঠে কিষান কলে মজুর নওজোয়ান জোট বাঁধো
এই মিছিল
এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
প্রতিভা আর যশোদা মার রক্তবীজ এই মিছিল
স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল
শিশুহারা মাতাপিতার অভিশাপের এই মিছিল
এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
হও সামিল

Like us on Facebook.....
-> Loading Time :0.0095 sec