Onno Bhoobon (Ekti Chele Kromosho) Lyrics & Tabs by Warfaze

Onno Bhoobon (Ekti Chele Kromosho)

guitar chords lyrics

Warfaze

Album : Obak BhalobashaPlayStop

ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
পৃথিবী যেনো সাজানো এলোমেলো
কালবৈশাখীর উন্মাদ দাপটে

ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়... ভেঙ্গে দেয় স্বপ্ন
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
স্বপ্নই যেন কেমন প্রবল বাস্তব
শকুনের বাজে দৃষ্টি
নেকড়ের গর্জনে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়... ভেঙ্গে দেয় স্বপ্ন
নিঃশ্বাসে আমার আতঙ্কের ছোঁয়া
হৃদপিন্ড আমার ছিটকে যেনো বেরোয়
ঘামে ভেজা শরীর বড় ক্লান্ত
বিশ্বাস না হয় বাইরে শুনশান সুন্দর পৃথিবী

হৃদপিন্ড আমার ছিটকে যেনো বেরোয়
ঘামে ভেজা শরীর বড় ক্লান্ত
বিশ্বাস না হয় বাইরে শুনশান সুন্দর পৃথিবী
ঝিঝির মায়াবী ডাক পূর্নিমা আকাশে
জানালা ভেঙ্গে আমার ঘরে উল্লাস হাওয়ার
নিঃশ্বাসে আমার আতঙ্কের ছোঁয়া
হৃদপিন্ড আমার ছিটকে যেনো বেরোয়
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
পৃথিবী যেনো সাজানো এলোমেলো
কালবৈশাখীর উন্মাদ দাপটে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়... ভেঙ্গে দেয় স্বপ্ন
বিছানা জুড়ে আমার এই ছায়া
বড় স্পষ্ট, প্রবল বাস্তব
বিছানা জুড়ে আমার এই ছায়া
বড় স্পষ্ট, প্রবল বাস্তব
স্বপ্ন যেন কেমন প্রবল বাস্তব
তবে কি এ বাস্তব কারো কোন স্বপ্ন
তবে কি আমি কারো ছায়া?
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
স্বপ্ন যেন কেমন প্রবল বাস্তব
শকুনের বাজে দৃষ্টি
নেকড়ের গর্জনে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়... ভেঙ্গে দেয় স্বপ্ন
(End)
Vocal-Sunjoy
Guitar-Kamal
Bass-Babna
Key-Russel
Drums-Tipu
Solo-Kamal

Like us on Facebook.....
-> Loading Time :0.0055 sec