Ognibina Lyrics & Tabs by Cryptic Fate

Ognibina

guitar chords lyrics

Cryptic Fate

Album : DanobPlayStop

আবার ক্লান্ত মেজাজে নিদ্রা আসক্ত শরীর ঠেলে দেই বিছানায় চেতনা পাশ কেটে, বেরিয়ে যায় নেচে দেখি বন্ধ চোখে অন্য জগত ভিন্ন মঞ্চ অনুপ্রবেশ অনারম্বরে কার শান্নিধে এখানে আগমন রঙ্গমঞ্চ জমে উঠেছে আবার অনুতপ্ত সবার মন, আবার অভিশপ্ত জীবন বার বার চোখে পরে অগ্নিবীণা বাজাবে এই দিহনে, এক প্রলয় নাচন হিংস্র দাবানলে ভুবন পুড়িয়ে দিবে সব ছারখার পশ্চাত্যের রাজনীতি দুর্বল এই নিয়তি লোম হর্ষক নাটকীয় ঘটনার বিপাকে প্রচন্ড আবেগে রক্তাত্ত মান্চিন্ত্রে নিষ্প্রাণ কথামাল গেথে কি আর হবে অগ্নিবীণা বাজানোর সময় এসে গেছে, উত্তপ্ত এই মন হিংস্র দাবানলে ভশ্শ্মিভূত হয়ে যাবে সব ছারখার অদ্রিশের কল্পনায় চেতনা ফিরে পাই উন্মুক্ত চিত্তে ঝেড়ে ফেলি সান্তনা আক্ষেপের সুরে নয়, ঝংকার করবে প্রলয় সুখেরই বর্ণনায় আর কাজ হবে না নিদ্রা ভ্রমে সুরেরই মুরছনা মনে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছি ক্রমে মরীচিকারই ভেতর বেচে থেকে তুমি ভাবছ বড়ই সুখী কুয়াশারই মাঝে থেকে জীবন সম্বন্ধে তোমার ধারনাটা যে কি বিনারী অগ্নিপাতে সবকিছু পুরে যায় প্রলয় নাচন দেখি মনেরই পর্দায়


Like us on Facebook.....
-> Loading Time :0.0090 sec