Moharaj Lyrics & Tabs by Balam

Moharaj

guitar chords lyrics

Balam

Album : MoharajPlayStop

সমাজ শিখরে আজ তুমি কি একা রিক্ত কামনায় অহমের মায়াজালে সকল ভালোবাসা পদদলিত করে মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে সমাজ শিখরে আজ তুমি কি একা রিক্ত কামনায় অহমের মায়াজালে সকল ভালোবাসা পদদলিত করে মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে ক্ষমতার নিয়মে দেয়াল তুলে জনতাকে বেদনায় ভাসালে ক্ষমতার পেছনে যাদের স্থিতি অবসরেও কি পরে মনে হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে প্রানে জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ... তোমার দু'পাশে মিথ্যে গুণগ্রাহী দেবে কি বাঁধার আশা জনতার এ মিলনে তবে কি জনগন আজ পথের কাঁটা যারা তোমায় ভালোবেসেছে মনে প্রানে ক্ষমতার নিয়মে দেয়াল তুলে জনতাকে বেদনায় ভাসালে ক্ষমতার পেছনে যাদের স্থিতি অবসরেও কি পরে মনে হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে প্রানে জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ……… হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে প্রানে জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ... হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে প্রানে জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ...


Like us on Facebook.....
-> Loading Time :0.0115 sec