Kichu Bolbo Bole Eshechilam Lyrics & Tabs by Shironamhin

Kichu Bolbo Bole Eshechilam

guitar chords lyrics

Shironamhin

Album : RabindranathPlayStop

কিছু বলব ব'লে এসেছিলেম,
রইনু চেয়ে না ব'লে॥
দেখিলাম খোলা বাতায়নে মালা গাঁথো আপন-মনে,

গাও গুন্-গুন্ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে॥
সারা আকাশ তোমার দিকে চেয়ে ছিল অনিমিখে।
মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে,
বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে॥

Like us on Facebook.....
-> Loading Time :0.0049 sec