Josnar Pare Lyrics & Tabs by Shunno

Josnar Pare

guitar chords lyrics

Shunno

Album : Gorbo BangladeshPlayStop

আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে
আমার নিরবতার ঘুম ভাঙালে
আজ তোমায় নিয়ে যাব মেঘেরই আড়ালে

মেঘেদের ছুঁতে পার হাত বাড়ালে
হাত বাড়ালে………
আজ আরও বহু দূরে হেঁটে যাব বলে
নিয়ন আলো হাতে আমি দাঁড়িয়ে
আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে
আমার না ঘুমের স্বপ্ন হয়ে……
আমার থেমে থাকা
সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে
আমার থেমে থাকা
সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে

আমার থেমে থাকা
সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে
তোমার আঁকা জোছনায়
কিছু স্বপ্ন আছে বাকি
জোছনারই গল্প শেষে
পাশে রব আমি
তোমার আঁকা জোছনায়
কিছু স্বপ্ন আছে বাকি
জোছনারই গল্প শেষে
পাশে রব আমি...
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে
Lyrics Provided By @SShanto33

Like us on Facebook.....
-> Loading Time :0.0068 sec